কাজিরবাজার ডেস্ক :
নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশী নির্যাতনে রায়হান উদ্দিন আহমদ হত্যাকান্ডের ঘটনায় প্রধান অভিযুক্ত ও বহিষ্কৃত এসআই আকবর হোসেন ভূঁইয়া কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে। এই বিষয়টি অনেকটা নিশ্চিত হয়েছে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা।
আকবরের সাথে তার আত্মীয় পরিচয়দানকারী ও সাংবাদিক নামধারী আবদুল্লাহ আল নোমানও সীমান্ত দিয়ে দেশ থেকে পালিয়ে গেছেন। এতে সহায়তা করে কোম্পানিগঞ্জের হেলাল আহমদ নামের এক চোরাকারবারি। ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী চোরাকারবারি হেলালকে একটি মামলায় গ্রেফতারও করেছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া ও কমিউনিটি সার্ভিস) আশরাফ উল্যাহ তাহের জানান, আকবরকে সীমান্ত দিয়ে পালাতে সহায়তাকারী হেলাল নামে এক ব্যক্তির সংশ্লিষ্টতা রয়েছে। তাকে অন্য একটি মামলায় গ্রেফতার করা হয়েছে। তবে এসআই আকবর ও নোমান কোন জায়গায় রয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। তাদের অবস্থান নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সংস্থা কাজ করছে।