কানাইঘাট থেকে সংবাদদাতা :
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০১৭-১৮ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে কানাইঘাট উপজেলার ৪০৬ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা। উপজেলা কৃষি কর্মকর্তা মুন্সি তোফায়েল হোসেনের সভাপতিত্বে কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মনসুর আলম, সাংবাদিক শাহীন আহমদ, সুজন চন্দ অনুপ ও বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের উপস্থিতে জন প্রতি কৃষকের মাঝে চাষাবাদের ধাপ অনুযায়ী ১ কেজী উন্নত জাতের সরিষা বীজ, ২০ কেজী ডিএপি সার, ১০ কেজী এমওপি সার, ২ কেজী ভুট্টা বীজ, ১ বিঘা জমিতে ফলনের জন্য ২ কেজী বিট বেগুণ বীজ, ১৫ ডিএপি, ১৫ কেজী এমওপি সার এবং গ্রীষ্মকালীন মুঘ ফসলের জন্য ৫ কেজী করে মুঘ বীজ, ২০ কেজী ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়। বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবাগত নির্বাহী কর্মকর্তা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উদ্যেশ্যে বলেন, সরকারী ভাবে বিনামূল্যে আপনাদের মাঝে যে কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে তা যথাযথ ভাবে কাজে লাগিয়ে নিজেদের আর্থিক ভাবে স্বাবলম্বী করার জন্য ফসল উৎপাদন করবেন। কোন কৃষক ফসল না লাগিয়ে বীজ ও সার কোথাও বিক্রির চেষ্টা করলে তাৎক্ষণিক ভাবে সেই কৃষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।