চা-শ্রমিক সংঘের অন্যতম নেতা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাবেক সহ-সভাপতি কমলগঞ্জ উপজেলার আলীনগর-সুনছড়া চা-বাগানের প্রবীণ শ্রমিকনেতা সুখরাম নায়েক ও প্রবীণ চা-শ্রমিকনেতা সন্যাসী নাইড়ু’র মৃত্যুতে চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে এক শোকসভা অনুষ্ঠিত হয়। ১ নভেম্বর সুনছড়া চা-বাগানে আয়োজিত শোকসভায় সভাপতিত্ব করেন চা-শ্রমিকনেতা জিবাধন নায়েক। চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির যুগ্ম-আহবায়ক হরিনারায়ন হাজরার পরিচালনায় অনুষ্ঠিত শোকসভার শুরুতে চা-শ্রমিকনেতা সুখরাম নায়েক ও সন্যাসী নাইড়ু’র স্মতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। শোকসভায় প্রয়াত সুখরাম নায়েক ও সন্যাসী নাইড়ু’র সংগ্রামী জীবনের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি কবি শহীদ সাগ্নিক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মোঃ নুরুল মোহাইমীন, ধ্র“বতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা, ট্রেড ইউনিয়ন সংঘের নেতা রজত বিশ্বাস, সুনছড়া বাগানের চা-শ্রমিকনেতা দিবা শুক্লবৈদ, স্যামুয়ের বেগম্যান, প্রশান্ত কৈরী, প্রয়াত সুখরাম নায়েকের ছোটভাই বুধুরাম নায়েক, লংলা বাগানের চা-শ্রমিকনেতা শিশুলাল লোহার ও চাতলাপুর চা-বাগানের নারায়ণ নায়েক প্রমুখ। বিজ্ঞপ্তি