কবির কাঞ্চন
এখন তোমার ভরা যৌবন
স্বপ্নে দুচোখ ভরে
মানুষ হবার মন্ত্র জপো
সত্য আঁকড়ে ধরে।
এখন তোমার ভরা যৌবন
বন্ধু পাবে কতো
জেনেশুনে আপন করো
যেজন তোমার মতো।
এখন তোমার ভরা যৌবন
চলবে মনের বলে
জীর্ণতাকে ভুলতে শেখো
ন্যায়ের পথে চলে।
এখন তোমার ভরা যৌবন
যুদ্ধে যাবার বেলা
সন্ত্রাসীদের মারতে শিখে
খেলবে বিজয় খেলা।
এখন তোমার ভরা যৌবন
ছুটো তুফান বেগে
মানবতার বিজয় নিশান
উড়াও তুমি জেগে।