সিলেট বিভাগ গণদাবী ফোরাম কেন্দ্রিয় কমিটির এক জরুরী সভা গতকাল ২৯ অক্টোবর বৃহস্পতিবার বিকালে সুরমা ম্যানশনের ৩য় তলায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিলেট বিভাগ গণদাবী ফোরাম কেন্দ্রিয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান চৌধুরী এডভোকেট। সভায় সাম্প্রতিকালের বিভিন্ন ঘটনায় আলোচ্য বিষয়ে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বদরুল আহমদ চৌধুরী এডভোকেট, কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, সহ সভাপতি মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, সিলেট মহানগর শাখার সভাপতি শামীম হাসান চৌধুরী এডভোকেট, সিলেট জেলা শাখার সভাপতি দেওয়ান মসুদ রাজা চৌধুরী, সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন, শিক্ষক আব্দুল মালিক, কয়েছ আহমদ সাগর, আমিন তাহমিদ, শওকত আলী প্রমুখ।
সভায় সিলেটের আলোচিত অমানবিক ন্যাক্কার জনক ঘটনা পুলিশের হেফাজতে যুবক রায়হানের হত্যাকারীগণ অদ্যবধি গ্রেফতার না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। রায়হানকে গ্রেফতার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে নির্যাতন, নির্যাতনের পর হাসপাতালে নিয়ে ভর্তি, মৃত্যুর পর তড়িঘড়ি করে বেআইনী ভাবে ময়না তদন্ত সম্পন্ন করে লাশ হস্তান্তর, পুলিশ ফাঁড়ির সিসি ক্যামেরা সহ নির্যাতনের আলামত বিনষ্ট করে বিভিন্ন মিডিয়াতে ভুল তথ্য পরিবেশনকারী ও নির্যাতনকারীকে পলায়নের সহযোগিতাকারীগণকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চত করার দাবী জানানো হয়।
সভায় দীর্ঘদিন অতিবাহিত হলেও এম.সি কলেজে ন্যাক্কার জনক ঘটনার মামলার চার্জশীট অদ্যবধি প্রদান না করায়, অবিলম্বে দায়ীদের চিহ্নিত করে, কালক্ষেপণ না করে চার্জশীট প্রদান করে দ্রুত বিচার সম্পন্ন করা দাবী জানানো হয়। সিলেট জর্জকোর্টে লোক নিয়োগে সিলেটবাসীকে পাশ কাটিয়ে দায়সারা ভাবে অক্ষাত পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করে গোপনে লোক নিয়োগের অপতৎপরতায় গভীর উদ্বেগ প্রকাশ করে বহুল প্রচারিত একাধিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রচার করে সিলেট বিভাগের অধিবাসীদের নিয়োগের জোর দাবী জানানো হয়।
সিলেট শহর ও শহরতলীর অলি-গলি, পাড়া-মহল্লায় অবাঞ্চিত কিশোর গ্যাংদের উৎপাত বৃদ্ধি পাওয়ায় নিরীহ জনগণের স্বাভাবিক চলাফেরা ও জীবন যাপনে নিরাপত্তা হুমকীর সম্মুখীন। এমতাবস্থায় শহর ও শহরতলীর, পাড়া-মহল্লা ও অলি-গলিতে কিশোর গ্যাং অপরাধীদের আনাগোনা, অবাঞ্চিত কার্যক্রম ও দৌরাত্ম্য রোধকল্পে আইন-শৃঙ্খলা বাহিনীর তদারকি ও টহল কার্যক্রম জোরদার করার দাবী জানানো হয়।
ঢাকায় নৌ-বাহিনীর কর্মকর্তার উপর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে যাতে এইরূপ ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য দোষীদের চিহ্নিত করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি সুনিশ্চিত করার দাবী জানানো হয়। বিজ্ঞপ্তি