১৮ দিনেও গ্রেফতার হয়নি রায়হান হত্যাকান্ডের প্রধান আসামী আকবর ॥ দু’দফা রিমান্ড শেষে কনষ্টেবল টিটু দাসকে কারাগারে প্রেরণ

13
কনষ্টেবল টিটু চন্দ্র দাসকে কড়া পুলিশ পাহারায় আদালতে নেয়া হয়।

স্টাফ রিপোর্টার :
নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশী নির্যাতনে নিহত রায়হান উদ্দিন আহমদ হত্যার দায়েরকৃত মামলায় গ্রেফতারকৃত কনস্টেবল টিটু চন্দ্র দাসকে দু’দফা রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে তাকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সিলেট অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের (ভারপ্রাপ্ত) বিচারক জিয়াদুর রহমানের আদালতে তাকে হাজির করা হয়। এর আগে পিবিআই দুফায় ৩দিন ও ৫ দিনের রিমান্ডে নিয়েছিল। দুপুর আড়াইটার দিকে আদালতের বিচারক কনস্টেবল টিটুকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এদিকে রায়হান হত্যাকান্ডের ১৮দিন ফেরিয়ে গেলেও এখন পর্যন্ত প্রধান আসামী আকবর হোসেন ভূঁইয়াকে গ্রেফতার করতে পারেনি আইন শৃংঙ্খলা বাহিনীর সদস্যরা।
পুলিশ জানায়, গত রবিবার ২৫ অক্টোবর ২য় দফায় একই আদালত থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পরিদর্শক মহিদুল ইসলাম টিটু চন্দ্রের ৫ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ২০ অক্টোবর পুলিশ লাইন্স থেকে টিটুকে গ্রেফতার করে ৫ দিনের রিমান্ডে নেয় পিবিআই। অন্যদিকে রায়হান হত্যা মামলায় গ্রেফতারকৃত কনস্টেবল হারুন রশিদকে গত শনিবার ৫ দিনের রিমান্ডে নেয় পিবিআই। এছাড়া রায়হান আহমদ মৃত্যুর ঘটনায় শেখ সাইদুর রহমান নামে আরেক ব্যক্তিকে গ্রেফতার করে পিবিআই। ১০ অক্টোবর রাতে সাইদুরের অভিযোগের প্রেক্ষিতেই রায়হানকে ধরে এনেছিলো পুলিশ। ২৫ অক্টোবর সকালে সাইদুর রহমান পিবিআই অফিসে নিয়ে আসা হয়। এরপর বিকেলে তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। টিটু ও হারুন বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। রায়হান আহমদ মৃত্যুর ঘটনায় টিটু-হারুনসহ আরও ৪ পুলিশ সদস্যকে আগেই সাময়িক বহিস্কার করা হয়েছিলো।