প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ আজ সিলেট আসছেন

12

স্টাফ রিপোর্টার :
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ এমপি এক দিনের সফরে কাল সিলেট আসছেন। আজ শনিবার গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন কমসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।
গোয়াইনঘাট উপজেলা প্রশাসন, উপজেলা ক্রীড়া সংস্থা এবং বাংলাদেশ এথলেটিক্স ফেডারেশনের উদ্যোগে সমন্বিতভাবে আয়োজিত গোয়াইনঘাট সরকারি কলেজ মাঠে দিনব্যাপি শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এথলেটিক্স প্রতিযোগিতার শুভ উদ্বোধন করবেন মন্ত্রী।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার ১২ টি ইউনিয়ন থেকে চারটি গ্রুপে ৩২ টি ইভেন্টে এ পর্যন্ত ১২২৪ জন সেরা এথলেট ইতোমধ্যে নির্বাচিত হয়েছেন। তাদের থেকে উপজেলার সেরা ৯৬ জন ক্রীড়াবিদ বাছাই করা হবে। এছাড়াও উপজেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত আন্তঃগ্রাম ভলিবল এবং ব্যাডমিন্টন টুর্নামেন্ট সকাল ১১ টায় গোয়াইনঘাট মডেল স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। এই দুই টুর্নামেন্টের ও উদ্বোধন করবেন মন্ত্রী ইমরান। পাশাপাশি মন্ত্রী গোয়াইনঘাট মডেল মসজিদ পরিদর্শন, বৃক্ষরোপণ ও মসজিদ কমিটির সাথে মতবিনিময় ছাড়াও উপজেলার কৃষকদের মাঝে হারভেস্টার পাওয়ার ড্রেসার সিডার বিতরণসহ গোয়ানঘাট উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় অংশগ্রহণ করবেন।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান বলেন, সাম্প্রতিক সময়ে গোয়াইনঘাট উপজেলার বালক এবং বালিকা দল জেলা ও জাতীয় পর্যায়ে ফুটবল, দাবা, ভলিবল, সাতারসহ বিভিন্ন খেলায় কৃতিত্বের স্বাক্ষর রাখছে। নিশ্চয়ই এথলেটিক্স এর মাধ্যমে প্রান্তিক পর্যায় থেকে আগামীর সেরা ক্রীড়াবিদেরা উঠে আসবেন বলে তিনি আশাবাদী। নির্বাচিত সেরাদের আগামীতে উপজেলা ক্রীড়া সংস্থা থেকে বছরব্যাপী প্রশিক্ষণ এর ব্যবস্থা করা হবে বলে জানান। তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই আনন্দ উদযাপনে নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন।