নিলুফার জাহান
সবুজ ধান ক্ষেতের মাঝে
মেঠো পথটা আঁকা
চলছে হেঁটে মানুষ আর
গরু গাড়ির চাকা।
আগের কথা পড়ছে মনে
ছিলো গরুর গাড়ি
জামাই নিয়ে মেয়ে আসতো
রাস্তা দিয়ে পাড়ি।
গরুর গাড়ি যায় না আর
আজকে গাঁয়ে পথে
এখন চলে মটর, অটো
যায় না নিজ রথে।
সবুজ ঘেরা গাঁয়ের বাড়ি
নেই আগের মতো
পাকা রাস্তা নতুন গাড়ি
চলছে গাঁয়ে কতো।
গাড়ি দেখেও আসে না আর
আগের মতো ছুটে
গাঁয়ের মাঠে ইটের ভাটা
সবুজ গেছে টুটে।