হর্টেক্স ফাউন্ডেশনের মার্কেট ম্যানেজমেন্ট কমিটির উদ্যোগে নিরাপদ সবজি বিক্রয় কেন্দ্রের কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা ২৩ মার্চ শনিবার বিকাল ৪ টায় সিলেট চেম্বার এর কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ। হর্টেক্স ফাউন্ডেশনের সমন্বিত কালেকশন ও মার্কেট সেন্টার (সিসিএমসি) এর মার্কেট ম্যানেজমেন্ট কমিটির (এমএমসি) সেক্রেটারী প্রদীপ চন্দ্র চন্দ এর সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ তাজুল ইসলাম ও বক্তব্য রাখেন সিসিএমসি/এমএমসি’র চেয়ারম্যান মোঃ সৈয়দুর রহমান। সভাপতির বক্তব্যে সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ বলেন, সিসিএমসি’র মার্কেট ম্যানেজমেন্ট কমিটি নিরাপদ সবজি বিক্রয় কার্যক্রমে গতিশীলতা আনয়নে কাজ করে যাচ্ছে। ক্রেতাসাধারণকে মানসম্পন্ন সবজি সরবরাহের লক্ষ্যে উৎপাদন বৃদ্ধি করা একান্ত জরুরী। পাশাপাশি কৃষকের স্বার্থের প্রতিও আমাদের লক্ষ্য রাখতে হবে। তিনি ঔষধি গুণসম্পন্ন সবজিগুলোর উৎপাদন বৃদ্ধির আহবান জানান। সেই সাথে হর্টেক্স ফাউন্ডেশনের মার্কেট ম্যানেজমেন্ট কমিটির কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সভায় বক্তাগণ নিরাপদ সবজি উৎপাদন, ক্রয়-বিক্রয়, নগদ পুঁজির ব্যবস্থাকরণ, জেলা শহরের প্রাণকেন্দ্রে নিরাপদ সবজি বিক্রয় কেন্দ্র স্থাপন ও পরিবহন সংক্রান্ত বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। তারা আগামী ২৮ মার্চ হর্টেক্স ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আগমন ও মতবিনিময় সভায় করণীয় নির্ধারণ সম্পর্কে আলোচনা করেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট ট্রেড সেন্টার সবজি মার্কেটের সহ সভাপতি মোঃ কয়ছর আলী, সাধারণ সম্পাদক মোঃ ছাদ মিয়া, সহ সাধারণ সম্পাদক মোঃ আলেক মিয়া, হাজী নওয়াব আলী মার্কেটের সহ সাধারণ সম্পাদক মোঃ আফরোজ আলী, উপজেলা উৎপাদন সংগঠনের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন ও হর্টেক্স ফাউন্ডেশনের এলবিএফ সজিব কুমার দাস। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য রাজু আহমদ, মোঃ মনজুর হোসেন, মোহন চৌধুরী, মোঃ বাবুল মিয়া, মোঃ ছাদেক আহমদ, মোঃ আব্দুর রকিব (রুহেল), মোঃ মনির আলী, মোঃ পংকি মিয়া, মোঃ হাবিবুর রহমান, জুবেদ আহমদ, লায়লা খানম, মোঃ সিরাজ মিয়া, আব্দুল হক, মোঃ ফজর আলী প্রমুখ। বিজ্ঞপ্তি