রোটারিয়ান কবি আলী মিরাজ মোস্তাক বলেছেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। জাতির মেরুদন্ড ঠিক রাখতে হলে সু-শিক্ষা দিয়ে গড়ে তুলতে হবে। এজন্য বিদ্যালয়ের প্রয়োজন অপরিসীম। বিদ্যালয়ের মাধ্যমে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। শুধুমাত্র শিক্ষায় নয়, একজন সু-শিক্ষিত নাগরিক হিসেবে তাদেরকে গড়ে তুলতে হবে।
যুক্তরাজ্য ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা আনোয়ার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে-এর উদ্যোগে শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
রবিবার গোলাপগঞ্জ উপজেলায় আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ো নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠিত হয়। ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ট্রাস্ট এর বাংলাদেশের চেয়ারম্যান রোটারিয়ান কবি আলী মিরাজ মোস্তাক।
আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আনোয়ার হুমায়ুনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক সাংবাদিক ইমরান আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ডেইলি বিডি নিউজ ডটনেটের সম্পাদক ফারহানা বেগম হেনা, আব্দুল মুতলিব ওয়েলফেয়ার ট্রাস্ট’র চেয়ারম্যান আনোয়ার আলমগীর, গীতিকার লোকমান সরকার, মামুন আহমদ প্রমুখ। বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র মাজেদ আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য সাইফুল ইসলাম। বিজ্ঞপ্তি