তোমরা বলো না

20

শামীমা আক্তার সাথী

কথা দিয়ে কথা তারা রাখে না
মিথ্যে অজুহাতের করে ছলনা।
এদের কি মৃত্যু ভয় হয় না?
এই দুনিয়ার সত্যিকার মানুষ
আর কি বাস করে না?
বলো ওগো সাথীরা বলো না।

উপরে ধার্মিক ভিতরে অন্য
এরা কেন এমন বুঝি না।
ধর্মের নামে যত করে তারা বাহানা।
ছেলেরা দাঁড়ি টুপী
মেয়ে বরকা পড়ে
উশৃংখল করতে থামে না
বলো না তোমরা এই ভবে কি
আর ধর্মের মূল্য রইলো না?
বলো ওগো সঙ্গীরা বলো না?

হুজুর থেকে কামার কুমার
সবাই অর্থ ছাড়া কিছু চাই না।
রূপের পিছে ছুটে সবাই
সঠিক মন কেউ পেতে চাই না।
তাইলে কি এই বসুন্ধরাই
সঠিক মনের কদর রইলো না?
বলো ওগো বন্ধুরা তোমরা বলো না?

আপন পর কেউ যেন
স্বার্থের বাইরে পা রাখে না,
বিপদে সহজে এখন কেউ
নিঃস্বার্থ ভাবে পাশে থাকে না।
সময় কেন এত মানুষকে
বদলালো বলো না?
আগে উদার হৃদয় এখন কি
আর পাওয়া যায় না?
বলো না হে দেশবাসী তোমরা বলো না?