জগন্নাথপুরে ধর্ষণের বিরুদ্ধে ১৫ সামাজিক সংগঠনের মানববন্ধন

4

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে ১৫টি সামাজিক সংগঠনের ব্যানারে জগন্নাথপুর সহ দেশ ব্যাপী ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ৮ অক্টোবর বৃহস্পতিবার স্থানীয় পৌর পয়েন্টে আয়োজিত মানববন্ধনে হাজারো প্রতিবাদী জনতা অংশ গ্রহণ করেন। আয়োজনকারী সামাজিক সংগঠনগুলো হচ্ছে, স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর, আদর্শ সমাজ কল্যাণ যুব সংঘ, জগন্নাথপুর ছাত্র কল্যাণ পরিষদ-এমসি কলেজ, থিয়েটার জগন্নাথপুর, বনগাঁও ষোলঘর ছাত্র পরিষদ, প্রাক্তন ছাত্র পরিষদ-রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, এসএসসি ১৯৭২-২০২১ স্টুডেন্ট অব জগন্নাথপুর উপজেলা, আলোর প্রত্যাশা সামাজিক সংগঠন, সানরাইজ ক্রিকেট ক্লাব-পাটলি, জগন্নাথপুর ইয়াং স্টার, উদীচী শিল্পী গোষ্ঠী, রসুলপুর সমাজ কল্যাণ সংস্থা, পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন-জগন্নাথপুর, সচেতন জগন্নাথপুরবাসী ও মুক্তিযোদ্ধা মঞ্চ-পাইলগাঁও।
থিয়েটার জগন্নাথপুর এর সভাপতি নুর আহমদ রুদ্র’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুল মুকিত ও স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর যুগ্ম-সম্পাদক আলী হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, ব্যবসায়ী মিন্টু রঞ্জন ধর, সমাজকর্মী হাবিবুর রহমান, ছালিক আহমদ পীর, শিক্ষিকা সালেহা পারভিন, শিক্ষক আলমগীর হোসেন, শিক্ষক রুহুল আমিন ও ছাত্রনেতা কল্যাণ কান্তি রায় সানি প্রমুখ।