স্টাফ রিপোর্টার :
নগরীর সুবিদবাজার থেকে সিমেন্ট বোঝাই ট্রাক ছিনিয়ে নেয়ার পর উদ্ধার হওয়ার ঘটনায় আরো ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নগরীর কলাপাড়া ডহর নয়াবাড়ি ৯/১ নং বাসার মৃত হাজী আলাউদ্দিন আহমেদের পুত্র মোঃ সোহেল রানা (৪৫) ও নগরীর বতেরবাজার মোল্লাপাড়ার মৃত সাদই মিয়ার পুত্র সফি আহমদ (৪০)।
এর আগে পুলিশ এ ঘটনায় জগন্নাথপুর থানার আসামপুর গ্রামের মো: কয়ছর মিয়ার পুত্র বর্তমানে নগরীর বাদামবাগিচা আ/এ বাসিন্দা রুমন মিয়া (৩০), বিশ্বনাথ থানার পুরান সিরাজপুর গ্রামের তজমুল আলীর পুত্র নগরীর কাজলশাহ ওসমানী মেডিকেল কলেজের কর্মচারী কোয়াটারের বাসিন্দা মাইনুল ইসলাম (৩০) ও চাঁদপুর জেলার উত্তর মতলব থানার সেনের দিঘিরপাড়ের শাহজালাল ভূঁইয়ার পুত্র বর্তমানে টুকেরবাজার কালিগাঁওয়ের আলাউদ্দিনের ভাড়াটের বাসিন্দা মোবারক ভুইয়াকে (২৬) গ্রেফতার করে।
গতকাল বুধবার মহানগর পুলিশ (এসএমপি) জানায়, গত মঙ্গলবার ভোররাত সাড়ে ৪টার দিকে এয়ারপোর্ট থানাধীন সিলেট নগরীর ফাজিলচিশত আবাসিক এলাকার প্রবেশমুখ থেকে অস্ত্রের মুখে চালককে অহরণ করে সিমেন্টবোঝাই ট্রাক ছিনতাই করে একদল ছিনতাইকারী। এ সময় গাড়ি চালকের মোবাইল ফোন, নগদ ৮ হাজার টাকা ও ১১ লক্ষ ৪০ লক্ষ টাকা মূল্যের ৩ শ বস্তা সিমেন্টসহ ট্রাক ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। সিমেন্টবোঝাই করে ট্রাকটি ছাতক লাফার্জ কোম্পানি থেকে সিলেটের কানাইঘাটের গাছবাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলো। ঘটনার ১০ ঘণ্টার ভেতরে ৩ ছিনতাইকারীসহ ট্রাকটি উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে গতকাল বুধবার অভিযান চালিয়ে একে একে পুলিশ আটক করে আরও দুই ছিনতাইকারীকে।