ছাতকে বাচ্চু ডাকাতকে গ্রেফতার করতে হামলার শিকার ৩ পুলিশ, গ্রেফতার ৫

32

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে পলাতক আসামী বাচ্চু মিয়া নামের এক ডাকাতকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ৩ পুলিশ কর্মকর্তা। রবিবার গভীর রাতে উপজেলার নোয়ারাই ইউনিয়নের বাতিরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। ডাকাত বাচ্চু মিয়াকে গ্রেফতারসহ ৪ হামলাকারীকে আটক করে পুলিশ। বাচ্চু মিয়া বাতির গ্রামের ইসমাইল আলীর পুত্র।
জানা যায়, ডাকাতিসহ একাধিক মামলার পলাতক আসামী বাচ্চু মিয়া (৩২)কে গ্রেফতার করতে পুলিশ বাতিরকান্দি গ্রামে অভিযান চালায়। এ সময় নিজ ঘর থেকে বাচ্চু মিয়াকে গ্রেফতার করে নিয়ে আসার পথে তার স্বজনরা আসামী ছিনিয়ে নেয়ার চেষ্টায় পুলিশের উপর হামলা চালায়। হামলায় আহত এসআই দেলোয়ার হোসেন, এএসআই সুমন চন্দ ও এএসআই মহিউদ্দিন ছাতক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পুলিশের উপর হামলাকারীদের মধ্যে বাচ্চু ডাকাতের পিতা ইসমাইল আলী (৬০), চাচা ইয়াকুব আলী (৪৮), ভাই জুবেদ আলী (৩০) ও স্বজন আইয়ূব আলীর পুত্র আব্দুল আহাদ(৩২) আটক করে পুলিশ। ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।