প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামীণ নারীদের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন – শামীমা শাহরিয়ার এমপি

22
জামালগঞ্জে উঠান বৈঠকে বক্তব্য রাখছেন সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্যা এডভোকেট শামীমা শাহরিয়ার এমপি।

জামালগঞ্জ থেকে সংবাদদাতা :
নারী শ্রমিক, কৃষাণী ও নারীদের উন্নয়নে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন। নারীদের উন্নয়নে, নারীদের নেতৃত্ব গঠনে এই সরকারের বিকল্প নেই।
সেই সব প্রকল্পের সুবিধাভোগীদের সাথে উঠান বৈঠক এসব কথা বলেন সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্যা এডভোকেট শামীমা শাহরিয়ার এমপি। শনিবার জামালগঞ্জের ভীমখালী ইউনিয়নের ঘাগটিয়া, গোলামীপুর, উজ্জলপুর গ্রামের মহিলাদের সাথে উঠান বৈঠক শেষ করে আছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে স্কুল মাঠে ছেলাইয়া, মানিগাঁও, মাহমুদপুর, চান্দেরনগর, ফেকুল মাহমুদপুর, তেরানগর, কান্দাগাঁও সহ বিভিন্ন গ্রামের মহিলাদের সাথে আলোচনা সভা করেন। আলোচনা সভায় ভীমখালী ইউনিয়নের আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোছাব্বীরের সভাপতিত্বে ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহিন আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু। বক্তব্য রাখেন ভীমখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির, উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল আওয়াল, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ফজলুল করিম, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, ফেনারবাঁক ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সুব্রত পুরকায়স্ত্র সহ প্রমুখ।