জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান, ১ লক্ষ টাকা জরিমানা আদায়

11

কে.এম লিমন গোয়াইনঘাট থেকে :
গোয়াইনঘাট উপজেলার জাফলং চা-বাগান এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি দায়ে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে গোয়াইনঘাট উপজেলার সহকারি কমিশনার (ভূমি) এ কে এম নূর হোসেন নির্ঝরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে বালু মহাল ও মাটি কাটা আইন মামলায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
অভিযানে গোয়াইনঘাট থানার এস আই মতিউর রহমান, এসআই আবুল হোসেন, সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার মুখলেছুর রহমানসহ পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়াইনঘাটের সহকারি কমিশনার (ভূমি) এ কে এম নূর হোসেন নির্ঝর বলেন, জাফলং চা বাগান সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন চলছে এমন সংবাদ পেয়ে তাৎক্ষণিক টাস্কফোর্সের অভিযান চালিয়ে দু’টি মামলায় একলক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে।