দিরাই থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর বাজারের ২৫টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে প্রশাসন।
শনিবার সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত এর নেতৃত্বে এসব অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিয়া সুলতানা, চরনারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার দাস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লাহ জানান সুনামগঞ্জ জেলা প্রশাসনের উচ্ছেদ মামলার অন্তর্ভুক্ত ২৫টি অবৈধ দোকান আজ উচ্ছেদ করে সরকারি বেদখলকৃত ৮ শতক ২৩ অযুতাংশ ভূমি উদ্ধার করা হয়েছে।