জেলা বিএনপি নেতা আবদাল মিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার

16

সিলেট জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদাল মিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
২০১৯ সালের মার্চে সিলেটে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানসহ তিনটি পদে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়ায় পরবর্তীতে সিলেট বিএনপির কয়েকজন নেতাকে বহিষ্কার করা হয়। এর মধ্যে আবদাল মিয়াও ছিলেন। সেই বহিষ্কারাদেশের দেড় বছর পর অবশেষে তা প্রত্যাহার করলেন দলটির শীর্ষ নেতৃবৃন্দ।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে সিলেট জেলা বিএনপিকে বিষয়টি জানানো হয়।
এ ব্যাপারে আবদাল মিয়া বলেন, স্থানীয় রাজনীতির স্বার্থে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে আমি উপজেলা নির্বাচনে অংশ নেই। যেটি দলের শৃঙ্খলা বহির্ভূত হওয়ায় আমাকে দল থেকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করা সিলেটের অন্যান্য উপজেলার মোট ১৪ জনসহ বহিষ্কার হওয়া সকলের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলেও কোনো এক অজানা কারণে আমার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয় নি। সম্প্রতি আমি দলীয় হাইকমান্ডের সাথে এ বিষয়ে যোগাযোগ করলে তারা আজ আমার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন।
বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন আবদাল মিয়া। (খবর সংবাদদাতার)