করোনার ভয়

33

জাহিদ হাসান

হঠাৎ শরীরে এলো জ্বর
মনে ধরলো ডর
আমি আবার নতুন বর
বাঁধবো সুখের ঘর।

কাশি শুরু হলো খকখক
বুক করে ধকধক
চেহারা হয়েছে চকচক
ভয়ে করি কককক।

হঠাৎ এ কী হলো দায়
করি কি যে হায়!
ধরেছি সকলের পায়
ক্ষমা করো আমায়।

হাসপাতালের ছোট্ট ঘরে
পড়ে রয়েছি জ্বরে
যদি এখানে যাই মরে
আসবেনা কেউ পরে।

হঠাৎ খবর এলো ভালো
করোনার ভয় দূর হলো
আত্নীয়-স্বজন সবে এলো
বাড়ি নিয়ে চললো।