সুনামগঞ্জে মতবিনিময় সভায় হুইপ মিসবাহ ॥ ত্রাণের কোন ঘাটতি নেই, ধৈর্য্যরে সাথে দুর্যোগ মোকাবেলা করুন

19

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ্ দুর্যোগ মোকাবেলায় সকলকে একযোগে বন্যার্তদের পুনর্বাসনে শৃঙ্খলার সাথে কাজ করার উদাত্ত আহবান জানিয়েছেন। তিনি বলেছেন, অতীতে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সকল ধরনের দুর্যোগ মোকাবেলা করেছে। সরকার সবসময় জনগণের পাশে ছিল আছে এবং থাকবে। সুনামগঞ্জে বন্যা যদিও নতুন কোন দুর্যোগ নয় তারপরও এবারের বন্যা একটু ব্যতিক্রম। পাহাড়ী ঢলে জেলার উঁচু এলাকার পাশাপাশি নি¤œাঞ্চলও প্লাবিত হয়েছে। তারপরও বলবো কেউ হতাশ হবেন না। কারণ সুনামগঞ্জ জেলায় ত্রাণের কোন ঘাটতি নেই। সরকারের ত্রাণভান্ডার মজুদ আছে। সরকার ও প্রশাসনের প্রত্যেকটি বিভাগ সক্রিয় আছে। সকল জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীদেরকে সাথে নিয়ে প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, কাগজে পত্রে নয় জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল টিমকে মাঠে গিয়ে চেয়ারম্যান মেম্বারদেরকে সম্পৃক্ত করে কাজ করতে হবে। ত্রাণ পরিচালনায় গিয়ে কে আমাকে ভোট দিল আর কে দিলনা সেটা দেখে নয় দুর্যোগাক্রান্ত যেই হউক তাকে পুনর্বাসনের আওতায় নিয়ে আসতে হবে।
শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুনামগঞ্জ জেলার সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড.পীর ফজলুর রহমান মিসবাহ্ এমপি এসব কথা বলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ এমরান হোসেন, সিভিল সার্জন ডাঃ আশুতোষ দাশ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ হারুন অর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আবু বকর সিদ্দিক ভূইয়া, নির্বাহী প্রকৌশলী পওর-২ খুশি মোহন সরকার, বিশ্বম্ভরপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সমীর বিশ্বাস, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আবুল কাশেম, সুনামগঞ্জ সদর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার নুসরাত ফাতিমা, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, ভাইস চেয়ারম্যান এড. আবুল হোসেন, বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়্যুম মাস্টার, দক্ষিণ বাদাঘাট ইউপি চেয়ারম্যান এরশাদ আলী, ফতেহপুর ইউপি চেয়ারম্যান রঞ্জিত চৌধুরী রাজন, সলুকাবাদ ইউপি চেয়ারম্যান রুশন আলী, সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউপি চেয়ারম্যান মোকশেদ আলী, সুরমা ইউপি চেয়ারম্যান আব্দুস ছাত্তার ডিলার, রঙ্গারচর ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, গৌরারং ইউপি চেয়ারম্যান ফুল মিয়া, কুরবাননগর ইউপি চেয়ারম্যান আবুল বরকত, মোহনপুর ইউপি চেয়ারম্যান নুরুল হক ও সাংবাদিক আল-হেলালসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিবর্গ।