টেকনিক্যাল পদ মর্যাদা, বেতন স্কেলসহ চার দফা দাবী আদায়ের লক্ষ্যে অনির্দিষ্ট কালের কর্ম বিরতি পালন করছে দক্ষিণ সুরমা উপজেলার স্বাস্থ্য সহকারীগণ।
বাংলাদেশ স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন কর্তৃক কেন্দ্রিয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে গতকাল ১ জানুয়ারী সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে বসে স্বাস্থ্য সহকারীগণ কর্মবিরতি পালন করে। বেতন স্কেলসহ টেকনিক্যাল পদমর্যাদা, মাঠ ভ্রমণ ভাতা ও ঝুঁকি ভাতা, মূল বেতনের ৩০ শতাংশ করা, প্রতি ছয় হাজার জনগোষ্ঠীর জন্য একজন স্বাস্থ্য সহকারী নিয়োগসহ শূন্য পদে নিয়োগ প্রদান এবং শতকার দশ ভাগ পোষ্য কোটার দাবিতে তার এ কর্ম বিরতি পালন করে। স্বাস্থ্য সহকারী মাঠ ছেড়ে কর্ম বিরতিতে যাওয়ায় ইপিআই কর্মসূচীতে পড়েছে স্থবিরতার প্রভাব।
অন্দোলনকারী স্বাস্থ্য সহকারীগণ জানান, সারা দেশের আন্দোলনকারীদের সাথে একাত্মতা ঘোষণা করে গতকাল থেকে তাদের কর্ম বিরতি শুরু হয়েছে। দাবী আদায় না হওয়া পর্যন্ত তারা এ কর্ম বিরতি চালিয়ে যাবেন।
কর্মবিরতি পালনকালে স্বাস্থ্য সহকারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন কেন্দ্রিয় সাবেক সভাপতি আব্দুল্লাহ আল আনসারী, জেলা শাখার সাবেক সভাপতি মোঃ আব্দুস ছবুর, সহ সভাপতি কনোজ চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক শাহনাজ বেগম, সহ সাধারণ সম্পাদক তারেক আহমদ, সভাপতি কাওছার আহমদ। কর্ম বিরতীতে উপজেলার সকল স্বাস্থ্য সহকারীগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি