মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
মৌলভীবাজার জেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন পেয়ে জমা দেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।
অপর দিকে আওয়ামীলীগ থেকে মনোনয়ন না পেয়ে যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি এম এ রহিম (সিআইপি) স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন।
এদিকে জেলা পরিষদ ৬নং ওয়ার্ডের সদস্য শূন্য পদে একক প্রার্থী হিসেবে মাহবুবুর রহমান (মান্না) মনোনয়ন পত্র জমা দেন।
মৌলভীবাজার জেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন জানান, যাচাই বাছাই আগামী ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। প্রত্যাহার, চূড়ান্ত তালিকা ও প্রতীক বরাদ্দ ৩ অক্টোবর এবং ভোট গ্রহণ ২০ অক্টোবর মোট ১৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে ।
মৌলভীবাজারের ৭টি উপজেলার ৬৭টি ইউনিয়ন, ৫টি পৌরসভা ও ৭টি উপজেলা মিলে ৯৪৪ জন ভোটার রয়েছেন।
উল্লেখ্য জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আজিজুর রহমান গত ১৮ আগস্ট মৃত্যুবরণ করেন। এরপর চেয়ারম্যান আসনটি শূন্য হয়।
গত ১৪ সেপ্টম্বর নির্বাচন কমিশন আগামী ২০ অক্টোবর উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করেন।