মানুষ

12

মোহাম্মদ ইলিয়াছ

মানুষ রূপে জন্ম ভবে সৃষ্টিসেরা হয়ে
মন্দ কাজের পরিধিতে জীবন গেল ক্ষয়ে
জীবন নামের রেলগাড়িটা দিচ্ছে আমায় ডাক
যেমন করে যাচ্ছে জীবন যাক না আরো যাক।

সাদা কালোর ভেদাভেদে সুধা খুঁজে আমি
কেমন করে দিলাম ফাঁকি জানেন অন্তর্যামী
কেমন করে খুঁজব আমি আঁধার ছেড়ে আলো
কেমন করে শেষ বিকেলে দূরে ঠেলবো কালো।

ভালো কাজে যে ডেকেছে দিইনি তাকে দাম
সময় আজি দিচ্ছে শিক্ষা যেন বিধি বাম
যুগান্তরের ঘূর্ণিপাকে অচল পয়সা হয়ে
আর কতকাল থাকবো আমি দুঃখ -ব্যথা সয়ে।

সময় এখন অস্তপারের পেছন ফিরে দেখি
ভালোবেসে আঁকড়ে ধরে রেখেছি সব মেকি
এসব ভেবে কী লাভ এখন বুঝি মৃত্যু ক্ষণে
সব জনারই প্রাপ্তি শেষ আজ যাবে কেনো রণে।

যাওয়ার বেলায় সব বুঝেছি কেউ তো আপন নয়
ভালো কাজে যে জন আছে জীবন ছন্দোময়
হারাম হালাল বুঝে যেজন করছো সময় পার
তার সময়টা নেকের খাতায় গড়বে সুখের পাড়।