নেই সেই দিন

19

ছাদির হুসাইন ছাদি

নেই সেই গ্রাম আর নেই সেই নদী
নেই সেই অতীতের পরিপাটি গদি
নেই সেই চাষি আর নেই সেই বাঁশি
নেই সেই রাখালের মাঠ রাঙা হাসি

নেই সেই ভোর আর নেই সেই সুর
নেই সেই হেঁটে যাওয়া দূর বহুদূর
নেই সেই মাছ আর নেই সেই চাষ
নেই সেই জলে ভাসা দল বাঁধা হাঁস

নেই সেই মাঠ আর নেই সেই হাট
নেই সেই দিঘিজলে বাঁশবাঁধা ঘাট
নেই সেই ভেলা আর নেই সেই মেলা
নেই সেই কিশোরে জুটিবেঁধে খেলা

নেই সেই প্রীতি আর নেই সেই গীতি
নেই সেই সরলতা আলো মাখা নীতি
নেই সেই মন আর নেই সেই জন
নেই সেই অতীতের প্রকৃতির ধন