সাজিয়া ইসলাম দিবা
শরতের ঝুম বৃষ্টিতে শারদীয়ার আগমনী সুর ভাসছে,
তাই প্রকৃতি নবরূপে সেজেছে সকলকে তা জানান দিচ্ছে,
মাঝরাত থেকে বৃষ্টি শুরু হয়ে থাকছে যে সকাল সাজ,
বিজলী চমকাচ্ছে সাথে আছে মেঘের গুড়ুম গুড়ুম ডাক,
শিউলী ফুলের সৌরভে মন বসে না কাজে,
বৃষ্টি স্নানে হীরক দানা জমছে সবুজ ঘাসে,
বৃষ্টিস্নাত কাশ বনে আজ কিসের মেলা জাগে,
বাউলা বাতাসে ঢেউ খেলে যায় অপরূপ শোভা লাগে,
এই বৃষ্টি কল্যাণকর হোক পুরো পৃথিবীর তরে,
কেটে যাক সব দুর্যোগ মহামারী বাঁচুক সবাই প্রাণ ভরে…।