নেই

31

সাইফুর রহমান

কে বলে ভুল নেই?
সাদা মনে কাদা নেই?
ঝাল নেই টক নেই-
রাজনীতির রাজ নেই-
নীতিকথার বাজ নেই-
এই নেই সেই নেই-
মুখ আছে কথা নেই-
আইন নাকি অন্ধ!
তার চোখে আলো নেই!
ঘাস পাতা শাখ নেই-
বৃদ্ধের হাঁক নেই-
বলিষ্ঠ কন্ঠে বজ্র আওয়াজ নেই।

সব কিছুতেই আজ জড়িত স্বার্থ-
দমন আর পীড়নে সত্যের বাক নেই।
ইতিহাস কথা বলে শক্তের ভক্তের-
জয়ীদের নাম হয় প্রতিদান রক্তের-
সময়ের পালা শেষে ইতিহাস দোহরায়-
পুনরাবৃত্তিতে হিসেব হয় পুনরায়…
সত্য বা মিথ্যে আবারো চোখ চমকায়
আহত বাঘের মত আক্রোশে লড়ে যায়-
সুখ কারো জয়ে নেই….
প্রতিশোধে বর্বর এখানে আর হৃদ নেই।
মন নেই মান নেই, ঐক্যের গান নেই-
দলে দলে মানুষেরা মতবাদে প্রাণ দেয়।
একসাথে বেঁচে থাকার বিশ্বাসে দম নেই।
নেই নেই কিছু নেই,
তবু মনে নিরাশার কালোমেঘ ধুয়ো নেই।
আশাহত মনে আশা আলো ফের আসবেই।
আলো ফের আসবেই….