শরীফ সাথী
দুটি চক্ষু অন্ধ নাই
দুটি কর্ণ বন্ধ নাই
দেখি শুনি রোজ,
এই আমাকে কেউ কোনদিন
করলো নাতো খোঁজ ৷
মিষ্টি করে হাসতে জানি
ভালো আমি বাসতে জানি
সর্ব গুণের ঢেউ,
নয়ন ভরে চেয়ে আমায়
দেখলো নাতো কেউ ৷
আশা আমার স্বপ্ন আছে
অমূল্য সব রত্ন মাঝে
যুগে মিলায় তাল,
প্রীতি হয়ে স্মৃতি বয়ে
থাকতে চিরকাল ৷