শরতকাল

7

রিপলু চৌধুরী

নদীর ধারে কাশবন
ফুলে ফুলে সাদা
গ্রামের মেঠো পথে
একটু একটু কাঁদা,

বাড়ির আঙিনায় ফুটেছে
নানান রঙের ফুল
ভোরের বাতাসে লেগে
ঝড়ে শিউলি ফুল।

ফুলের সুভাস উঠান জুড়ে
মন করে আকুল
নদীর বাঁকে চেয়ে দেখি
ফুটে শাপলা ফুল।

আকাশের বুকে রঙিন ভেলা
দেখতে চমৎকার
মন বলে ওহে শরত
ফিরে যেওনা আর।