জগন্নাথপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন

6
জগন্নাথপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে আলোচনা সভা।

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ৮ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মখলেছুর রহমান, উপজেলা রিসোর্স সেন্টার এর ইনস্ট্রাক্টর হারুনুর রশীদ চৌধুরী, সিনিয়র সাংবাদিক শংকর রায়, শিক্ষক শাহজাহান সিরাজ, শিক্ষক রূপক কান্দি দে ও জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া।
এ সময় উপজেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মাসুম বিল্লাহ, সিনিয়র সাংবাদিক আবদুল হাই, শিক্ষক জালাল উদ্দিন, বিজয় কৃষ্ণ কত্রিয়, আলমগীর হোসেন, রুহুল আমিন, মনির হোসেন, লিনা খানম, সালেহা পারভিন, ফরিদ উদ্দিন মাসুদ, মুকুল চন্দ্র দাস, শংকর চন্দ্র দাস, প্রণব দাস, শরীফুল মামুন, নুরুল হক, মিন্টু দাস, জায়েদ হোসেইন সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় নিরক্ষতা থেকে মুক্তি পেতে সকল বয়সী মানুষের লেখাপড়ার জন্য নাইট স্কুলের পাঠদান চালু করার বিষয়ে দাবি জানানো হয়।