বহুরূপী

9

আব্দুর রাজ্জাক

মানুষ আমরা বহুরূপী
কতোই কথা বলি,
দেশের জন্য জীবন দিয়ে
এসো সবাই চলি!
দুদিন মোরা এমন করেই
সবই কথা মানি,
কদিন পরেই সেই মুখেতে
শুনি অসৎ বাণী।
কেমন মানুষ মোরা রে ভাই
জীবন বহুরূপী,
এমন জীবন নিয়ে মোরা
কেমনে স্বপ্নচুপি!
তাইতো বলি এসো সবাই
সঠিক পথে নামি,
দেশটা আমার ভাইয়ের গড়া
সোনার চেয়েও দামি।
আমরা সবাই কঠোর হলে
পাবো নতুন আলো,
বহুরূপী স্বপ্ন ছাড়ো
একটি স্বপ্নই ভালো।