একে কুদরত পাশা সুনামগঞ্জ থেকে :
দিরাই -শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা বলেছেন মাছ হচ্ছে হাওর পারের মানুষের প্রাণ। হাজার হাজার মৎস্যচাষী ও মৎস্যজীবী মাছ উৎপাদন করে নিজের চাহিদা মিটিয়ে মাছ রপ্তানি করে প্রচুর অর্থ উপার্জন করছেন। হাওরের সুস্বাদু মাছের উৎপাদন বৃদ্ধি করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছ, মাছ উৎপাদনে চাষীদের উৎসাহিত করতে সরকার বিভিন্ন হাওরে মাছের পোনা অবমুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বুধবার দুপুরে উপজেলার বেতইর নদীতে পোনা মাছ অবমুক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, মৎস্য বিভাগের সিলেট বিভাগীয় উপ-পরিচালক জিল্লুর রহমান, দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, দিরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, দিরাই উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহন চৌধুরী, উপজেলা মৎস্য। কর্মকর্তা শরিফুল আলম, দিরাই প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সর্দার প্রমুখ।