সরকার অনেক সেবামূলক কাজ বাস্তবায়ন করছে – আসাদ উদ্দিন

20
রোটারী কাব অব সিলেট সেন্ট্রালের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সিলেট চেম্বারের প্রশাসক আসাদ উদ্দিন আহমদ।

রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের অ্যানুয়েল অ্যাওয়ার্ড গিভিং প্রোপ্রাম ২২ জুন শনিবার নগরীর হোটেল হিলটাউনে অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট চেম্বার এর প্রশাসক ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ। তিনি বলেন সেবামূলক কাজে রোটারিয়ানদের আন্তর্জাতিক পর্যায়ে সুনাম ও সুখ্যাতি রয়েছে। বর্তমান সরকার সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির মাধ্যমে অনেক সেবামূলক কাজ বাস্তবায়ন করছে। তিনি আরসি সিলেট সেন্ট্রালের জনহিতকর কর্মকান্ডের প্রশংসা করেন এবং জনকল্যাণে আর কাজ করার আহবান জানান। ক্লাব প্রেসিডেন্ট রোটাঃ এম এ রহিম এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এসাইন এসিসটেন্ট গভর্ণর রোটারিয়ান পিপি নিরেশ চন্দ্র দাস। স্বাগত বক্তব্য রাখেন অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান রোটাঃ পিপি হুমায়ুন ইসলাম কামাল। শুভেচ্ছা বক্তব্য রাখেন রোটাঃ পিপি সিদ্দিকুর রহমান, রোটাঃ পিপি আবুল বশর, রোটাঃ পিপি তৈয়বুর রহমান, রোটাঃ পিপি মোঃ নজরুল ইসলাম, রোটাঃ পিপি জিয়াউন হক, রোটাঃ পিপি ড. শহিদুল ইসলাম এডভোকেট, রোটাঃ আইপিপি সাব্বির আহমদ এবং প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ রুহুল আলম। শুরুতে কোরআন তেলাওয়াত করেন রোটাঃ মোহাম্মদ আলী হোসেন। ইনভোকেশন পাঠ করেন রোটাঃ পিপি এমদাদ হোসেন। প্রধান অতিথিকে ক্রেষ্ট ও ফুল দিয়ে সম্মান জানান রোটাঃ পিপি আব্দুল মুকিত ও রোটাঃ আহমেদ রশিদ চৌধুরী। অতিথিদের ফুলদিয়ে বরন সহ সার্বিক সহযোগিত করেন ক্লাব সেক্রেটারী রোটাঃ বিকাশ কান্তি দাস, রোটাঃ মনসুর আহমদ, রোটাঃ ইকবালুর রহিম খান, রোটাঃ স্বরাজ বন্ধু দাস এবং রোটাঃ আলমগীর কবির। বিদায়ী বক্তব্যে প্রেসিডেন্ট বলেন আমি ক্লাবের অর্পিত গুরু দায়িত্ব আন্তরিকভাবে পালন করার চেষ্টা করেছি। ক্লাবের ঐতিহ্য বহাল রেখে ক্লাব কর্মকান্ড গতিশীল রাখতে সকলের সহযোগিত কামনা করেন। এর আগে ৪৭তম সাপ্তাহিক সভায় বিভিন্ন এজেন্ডা নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে ছিলো- ২৩ জুন রাতে স্পাইসি হোটেলে ক্লাবের উদ্যোগে ও রোটাঃ পিপি জিয়াউল হক এর সৌজন্যে সুরমা জোনের লিডারদের নিয়ে ঈদ পুর্নমিলনী বাস্তবায়ন, ২৯ জুন কুমিল্লা বার্ডে অনুষ্ঠিতব্য ডিষ্ট্রিক্ট এ্যাওয়ার্ড প্রোগ্রাম, সিলেটে অনুষ্ঠিতব্য ক্লাবের এবং ডিষ্ট্রিক্ট অভিষেক অনুষ্ঠান প্রসঙ্গ, ৩০ জুন রাতে জিরো আওয়ার সেলিব্রেট প্রোগ্রাম, ১ জুলাই নতুন রোটাবর্ষ শুরু উপলক্ষে প্রোগ্রাম সহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে ক্লাব প্রেসিডেন্ট এর সৌজন্যে ক্লাব মেম্বার ও রোটারেক্টরদের মধ্যে শুভেচ্ছা গিফট প্রদান করা হয়। বিজ্ঞপ্তি