স্পোর্টস ডেস্ক :
জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার ম্যাথু হেইডেনকে বাণিজ্য দূত হিসেবে নিয়োগ দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্ক সুসংগঠিত করাই হবে হেইডেনের প্রধান কাজ।
হেইডেনকে এই দায়িত্বে দেয়ার বিষয়টি, অস্ট্রেলিয়া-ভারত কাউন্সিলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
হেডেনের পাশাপাশি তাসমানিয়া ভিত্তিক সাবেক লেবার পার্টির সিনেটর লিসা সিং এবং ভিক্টোরিয়ার টেড বাইলিউকেও নিয়োগ দেয়া হয়েছে।
১৯৯৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ১০৩টি টেস্ট এবং ১৬১টি ওয়ানডে খেলেছেন হেইডেন। ১০৩ টেস্টে ৮৬২৫ রান, ১৬১ ওয়ানডেতে ৬১৩৩ রান ও ৯টি টি-২০তে ৩০৮ রান করেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় জানানোর পর ধারাভাষ্যকার এবং ক্রিকেট বিশ্লেষক হিসেবে কাজ করেছেন ৪৮ বছর বয়সী হেইডেন।