শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

14
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য ইশতিয়াক আহমদ সিদ্দিকী।

৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে শাহপরান থানা স্বেচ্ছাসেবক দল। শুক্রবার (২৮আগষ্ট) বিকাল ৪টায় সিলেট নগরীতে একটি হলে আলোচনা সভা ও দোয়া মাহফিল এর মধ্য দিয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক যূগ্ন সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য ইশতিয়াক আহমদ সিদ্দিকী, প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক প্রভাষক আজমল হোসেন রায়হান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মওদুদুল হক মওদুদ, সিলেট জেলা বিএনপির সাবেক সহ ছাত্র বিষয়ক সম্পাদক শাকিল মুর্শেদ, সিলেট জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল নেতা শাহিদুল ইসলাম কাদির, সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য জসিম উদ্দিন, বিএনপি নেতা হাবিবুর রহমান রুমেল, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মিফতাহুল কবির মিফতা ও জয়নাল আবেদীন, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা আমির হাসান শামীম, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা ও মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হোসেন আজিজ, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা ও ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক দল নেতা দেওয়ান নিজাম খাঁন।
শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক লাহিন চৌধুরীর সভাপতিত্বে ও খাদিম পাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সিদ্দেক আলীর পরিচালনায় বক্তারা বলেন, শফিউল বারী বাবু অসময়ে চলে যাওয়ায় দলের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য স্বৈরাচার বিরোধী সংগ্রাম থেকে বর্তমান ফ্যাসিস্ট একনায়কতান্ত্রিক সরকারের বিরুদ্ধে তিনি নিষ্ঠার সহিত আন্দোলন চালিয়ে গেছেন। দল আজ তাকে কৃতজ্ঞতার সহিত স্মরণ করছে।
বক্তারা মরহুম শফিউল বারী বাবুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
হাফিজ আশরাফুল ইসলাম এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাছির উদ্দিন, আবুল কালাম, আক্তার মিয়া, সাজেদুল করিম শাহীন, ফয়ছল আহমদ, মখলিস মিয়া, খোকন মিয়া, গোলাম মস্তফা সুমন, শায়েস্তা আহমেদ, হেলাল আহমদ, আনোয়ার হোসেন, খিদির আলী, সুলতান আহমদ, পাপলু আহমদ, সুমন আহমদ, কুদ্দুস আহমদ, হেলাল আহমদ, ফারুক আহমদ, সাদেক হোসেন, নোমান আহমদ, আব্দুল জলিল সাবের, জালাল আহমদ, লায়েক আহমদ, রুহেল আহমদ, কাওছার, লিমন, শহিদ, রিপন, মুরাদ, খসরু, শাকিল, সুমন, মিজান প্রমুখ। বিজ্ঞপ্তি