২২ বছর পূর্তিতে শাবির ‘দিক থিয়েটার’ এর ‘দ্বাবিংশের আবাহন’

4

শাবি থেকে সংবাদদাতা :
২২ বছরে পদার্পণ উপলক্ষে অনলাইন সাংস্কৃতিক অনুষ্ঠান ‘দ্বাবিংশের আবাহন’ আয়োজন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম নাট্য সংগঠন দিক থিয়েটার।
সোমবার (৫ অক্টোবর) সংগঠনটির সভাপতি অনিক সাহা ও সাধারণ সম্পাদক পাপ্পু রায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিক থিয়েটারের ২২ তম বর্ষ উদযাপন উপলক্ষে আগামী ০৯ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত ‘দ্বাবিংশের আবাহন’ শিরোনামে একটি অনলাইন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আগামী ৯ অক্টোবর (শুক্রবার) সকাল ১১ টায় কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হবে এবং ১০ অক্টোবর (শনিবার) সন্ধ্যা ৭.৩০ টায় অনুষ্ঠিত হবে অনলাইন সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে অংশগ্রহণ করবে দিক থিয়েটার, মাভৈঃ আবৃত্তি সংসদ, আজ মুক্তমঞ্চ ও নোঙর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা সবাই বর্তমানে কঠিন সময়ের মধ্য দিয়ে দিন অতিবাহিত করছি। এই করোনাকালীন সময় আমাদের জন্য বাঁধা হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যা থেকে উত্তরনের জন্য কিছু সাহসী মানুষ অবিরাম লড়ে যাচ্ছে এই মহামারীর বিরুদ্ধে। দিক থিয়েটার এই সকল যোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে ‘দ্বাবিংশের আবাহন’ তাদের প্রতি উৎসর্গ করছে।
অনুষ্ঠানটি দিক থিয়েটারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সরাসরি উপভোগ করা যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, ‘নাটকে সাম্যের আন্দোলন, জীবনের ভাষায় মুক্তি অন্বেষণ’ এই শ্লোগানকে সামনে রেখে ১৯৯৯ সালের ১৮ আগস্ট দিক থিয়েটার যাত্রা শুরু করে দিক নাট্য সংঘ নামে। দীর্ঘ ২১ বছরের পথ পাড়ি দিয়ে গত ১৮ আগস্ট ২২ বছরে পা রাখে সংগঠনটি।