ওসমানীনগর থেকে সংবাদদাতা :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্র্ষিকী উপলক্ষে ওসমানীনগরের উমরপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়েছে। বৃহস্পতিবার ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, মন্দির, বিদ্যালয়, কলেজ, স্বাস্থ্যকেন্দ্র ও কমিনিটি ক্লিনিকসহ ১২০টি প্রতিষ্ঠাননের প্রত্যেককে ১০টি করে গাছের চারা বিতরণ করা হয়েছে। এ সময় ইউনিয়ন পরিষদের ভবনের প্রাঙ্গণে ও আশপাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পরবর্তীতে মুজিববর্ষ উপলক্ষে গাছের চারা বিতরণ, রোপণ ও পরিচর্যার বিষয়ে উমরপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন সচিব মারতি নন্দন ধাম এর পরিচালনায় বক্তব্য রাখেন, ইউপি সদস্য সৈয়দ মাসুদ আলী, সুহেল মিয়া, রুকন আহমদ চৌধুরী, আমিরুল ইসলাম শিকদার, জুয়েল আহমদ, আব্দুল খালিক, মহিলা সদস্য রুনা আক্তার চৌধুরী, সাবানা বেগম, আশা রানী সূত্রধর। উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকলীগ নেতা মানিক মিয়া, সিকন্দরপুর আব্দুল হাফিজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিপন সূত্রধর, মোল্লা পাড়া হাজী আব্দু মিয়া কলেজের পরিচালনা কমিটির সদস্য ইলিয়াছ হোসেন লেফাছ, সিকন্দরপুর স্বাস্থ্য কেন্দ্রের পরিদর্শিকা সম্পা রানী ঘোষ, উমরপুর মক্তবের মতল্লী আব্দুর রব, রফিক উদ্দিন, ছাত্রলীগ নেতা মিজানুর রহমান প্রমুখ।