জেলা আওয়ামী লীগ : ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে সিলেট সিলেট জেলা আওয়ামীলীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সিলেট জেলা আওয়ামীলীগের কর্মসূচীর মধ্যে কালেক্টরেট মসজিদে বাদ জুম্মা মিলাদ শেষে শিরণী বিতরণ করা হয়। দোয়া মাহফিল শেষে সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনাকে বার বার হত্যার চেষ্টা করছে ষড়যন্ত্রকারীরা। বঙ্গবন্ধুর আদর্শের আলোকবর্তিক এখন তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। তাঁকে হত্যা করতেই ২১ আগষ্টে গ্রেনেড হামলা হয়েছিল।
১৫ আগষ্ট এবং ২১ আগষ্টে গ্রেনেড হামলা একইসূত্রে গাঁথা। যারা ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে হত্যা করে দেশকে পাকিস্তানের ধারায় ফিরিয়ে নিতে চেয়েছে, যারা পাকিস্তানের লেজুড়বৃত্তি করে, যারা ধর্মকে ব্যবহার করে বাংলাদেশের সংস্কৃতি, আর্দশ ও ঐতিহ্যকে বিলুপ্ত করতে চায়- তারাই ২১শে আগস্টে গ্রেনেড হামলা চালিয়েছে।
এডভোকেট নাসির আরো বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে ২০০৪ সালের এইদিনে মূলত আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে এই নৃশংসতম গ্রেনেড হামলা চালায়।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগ নেতা এড নিজাম উদ্দিন,পিপি, সুজাত আলী রফিক, হুমায়ুন ইসলাম কামাল, এড. শাহ মোশাহিদ আলী, মোহাম্মদ আলী দুলাল, সাইফুল আলম রুহেল, এডভোকেট মাহফুজুর রহমান, কবির উদ্দিন আহমদ, হাজি ফারুক আহমদ, হাজী রইছ আলী, খোকন কুমার দত্ত, এমাদ উদ্দিন মানিক, ডা.আরমান আহমদ শিপলু, সাহিদুর রহমান শাহিন, এডভোকেট আজমল আলী, হাজি মইনুল ইসলাম, এড. বদরুল ইসলাম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগ নেতা শমসের জামাল, রাজ্জাক হোসেন, মুহিত হোসেন, বোরহান উদ্দিন, মজির উদ্দিন, এডভোকেট মোহাম্মদ আব্বাস উদ্দিন, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, সাধারণ সম্পাদক মো: শামীম আহমদ, জেলা তাঁতী লীগের আহবায়ক মো: আলমগীর হোসেন, সদস্য সচিব সুজন দেবনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন, এড. মনসুর রশীদ, এড. মোস্তফা শাহিন চৌধুরী, তপন চন্দ্র পাল, আনোয়ার আলী, মনিরুজ্জামান সেলিম, শোয়েব আহমদ চৌধুরী, মোবশ্বরী আলী, সুহেল আহমদ সাহেল প্রমুখ।
মহানগর আওয়ামী লীগ : ২১ আগষ্ট বিএনপি-জামায়াত জোটের ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনায় নিহত আওয়ামীলীগ নেতাকর্মীদের স্মরণে ও তাদের রুহের মাগফেরাত কামনা করে এবং প্রধানমন্ত্রী, আওয়ামীলীগ সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বাংলাদেশ আওয়ামীলীগ সিলেট মহানগর এর উদ্যোগে গতকাল শুক্রবার বাদ আছর দরগাহ হযরত শাহজালাল (রহ.) মসজিদে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক মো: জাকির হোসেন। নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, এডভোকেট রাজ উদ্দিন, এডভোকেট সামছুল ইসলাম, এডভোকেট সৈয়দ শামীম আহমদ, জুবের খান, আজহার উদ্দিন জাহাঙ্গীর।
জাফর আহমদ চৌধুরী, আজম খান, এড. সালেহ আহমদ সেলিম, জামাল চৌধুরী, আব্দুস সোবহান, নজমুল ইসলাম এহিয়া। মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার। ওয়ার্ড নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, জুনেদ আহমদ, মুফতি আব্দুল খাবির, সোয়েব বাসিত, ফারুক আহমদ, জাহিদ হাসান মাসুদ, সৈয়দ কামাল, সিদ্দেক আলী, নজরুল ইসলাম নজু, এড. মোস্তফা দেলওয়ার আল আজহার, শেখ সুরুজ আলী, সালাদ্দিন বকত সালাই, বদরুল ইসলাম, পিংকু আব্দুর রহমান, মাহবুবুর রহমান মবু, মানিক মিয়া, শেখ সুহেল আহমদ কবির, ফারুক আহমদ ফারুকী, আমিনুর রহমান পাপ্পু, আবেদুজ্জামান, এড. শামীম আহমদ, সৈয়দ কামাল, শেখ আক্তার, মো: সাইফুল আলম স্বপন, কাজল চৌধুরী, আব্দুল সালাম, জাকারিয়া মাসুদ খোকন, মানিক মিয়া, মো: ইরশাদ আলী ও ফজলে রাব্বী মাসুম।
অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, খন্দকার মহসিন কামরান, এড. মোহাম্মদ জাহিদ সারওয়ার সবুজ, মহানগর তাঁতীলীগের আহবায়ক নোমান আহমদ, সদস্য সচিব শেখ আবুল হাসনাত বুলবুল, বেলাল খান, সোয়েব আহমদ, আব্দুল লতিফ রিপন, এম রশিদ আহমদ, এমরুল হাসান, আব্দুল হাই হাদি, আরাফাত চৌধুরী আজাদ, এড. মাসুম বিল্লাহ, এড. এখরামুল হাসান শিরু, কয়েছ উদ্দিন আহমদ, এড. আব্দুস সত্তার, শহীদুল হক রিংকু, শফিকুল ইসলাম শফিক, মীর আব্দুল করিম পাখি, সিরাজুল ইসলাম মিরাজুল, মামুন আহমদ, আবুল আহমদ ও কামরুজ্জামান বাবু প্রমুখ।
দরগাহ প্রাঙ্গণে আওয়ামীলীগ নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা জগদীশ চন্দ্র দাশ, বিধান কুমার সাহা, বাবু সুদ্বীপ দে ও বিধান কৃঞ্চ দাশ সরকার। দোয়া মাহফিল শেষে শিরনী বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি