মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল সমাবেশ ॥ পবিত্র কুরআনের আয়াত পরিবর্তন চেয়ে রিট বিশ্ব মুসলিমের বুকে ছুরিকাঘাতের শামিল

342
ভারতের উচ্চ আদালতে পবিত্র কুরআনের ২৬টি আয়াত পরিবর্তন চেয়ে রিট করার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর জামায়াত নগরীতে বিক্ষোভ মিছিল বের করে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট মহানগরীর নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ বলেন, মহাগ্রন্থ আল কুরআন মানবতার মুক্তিসনদ ও গোটা জাতির জন্য পূর্ণাঙ্গ সংবিধান। ভারতের সর্বোচ্চ আদালতে ওয়াসিম রিজভি নামের এক শিয়া মুসলিম কুলাঙ্গার আল-কুরআনের ২৬টি আয়াত বাতিল চেয়ে রিট করার চরম ধৃষ্টতা দেখিয়েছে। যা বিশ^ মুসলিমের হৃদয়ে ছুরিকাঘাতের শামিল। এই ধৃষ্টতার নিন্দা জানানোর ভাষা নেই। ২৬টি আয়াত বাতিল করাতো দূরের কথা, পবিত্র কুরআনের একটি হরফ বাতিল বা পরিবর্তন বিশে^র একজন মুসলিমও সহ্য করবে না। বাংলাদেশ সরকারের উচিত বিশ্বের ২য় বৃহত্তম মুসলিম রাষ্ট্র হিসেবে অবিলম্বে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে কুরআনের ২৬টি আয়াত বাতিল চেয়ে করা রিটের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানো। একইসাথে ভারতীয় সরকারকে অবিলম্বে উচ্চ আদালতে দায়েরকৃত রিট প্রত্যাহার এবং রিটকারী শিয়া নেতা ওয়াসিম রিজভিকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির কার্যকর উদ্যোগ নিতে হবে। অন্যথায় বিশ^ মুসলিম গর্জে উঠতে বাধ্য হবে।
তিনি সোমবার জামায়াত কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মহানগর সেক্রেটারী মুহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী এডভোকেট আব্দুর রব, জামায়াত নেতা মুফতী আলী হায়দার, ক্বারী আলাউদ্দিন, হাফিজ মশাহিদ আহমদ, এডভোকেট জামিল আহমদ রাজু, ইঞ্জিনিয়ার শাহজাহান কবির রিপন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি মুহাম্মদ সাইফুল ইসলাম ও সেক্রেটারী আব্দুল্লাহ আল ফারুক প্রমুখ। বিজ্ঞপ্তি