মানব দরদি চিকিৎসক হিসেবে ডা. হারিছ আলী স্মরণীয় হয়ে থাকবেন – শফিউল আলম নাদেল

18
মুক্তিযুদ্ধের সংগঠক ডা. হারিছ আলীর মৃত্যুবার্ষিকীতে তার কবরে পুষ্পমাল্য করছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সহ নেতৃবৃন্দ।

পঁচাত্তর পরবর্তী সময়ে বাংলাদেশে এবং ব্রিটেনে যাঁরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ লালন করেন এবং গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেন ডা. হারিছ আলী তাঁদের অন্যতম। তাঁকে শুধু স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযুদ্ধের একজন সংগঠক হিসেবে নয়, মানব দরদি চিকিৎসক হিসেবেও এ অঞ্চলের মানুষ চিরদিন মনে রাখবে।
গতকাল বৃহস্পতিবার হারিছ আলীর মৃত্যুবার্ষিক উপলক্ষে কবর জিয়ারত করতে গিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এ কথাগুলো বলেন।
হারিছ আলীর করব প্রাঙ্গণে এ সময়ে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল খালিক, হারিছ আলীর প্রথম পুত্র হুমায়ুন কবির অপু, ভাতিজা জাহিরুল ইসলাম শাওন, জাউয়াবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আসক উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দুল ইসলাম, ডা. হারিছ আলী স্মৃতি পরিষদর সাধারণ সম্পাদক হেলালউদ্দিনসহ কবি আবিদ ফায়সাল, লেখক সৈয়দ মোহাম্মদ তাহের, শেখ আতাউর রহমান, এনামুল হক, মাহফুজ হক প্রমুখ।
ডা. হারিছ আলী ফাউন্ডেশন আয়োজিত দোয়া মাহফিল পরিচালনা করেন লেখক আতাউর রহমান বঙ্গি। বিজ্ঞপ্তি