স্টাফ রিপোর্টার :
হিন্দু সম্প্রদায়ের অন্যতম শুভ শিব চতুর্দশী তিথি আজ বুধবার (১৩ ফেব্র“য়ারী) অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দক্ষিণ সুরমা গোটাটিকর শিববাড়ি (শিববাড়ি মন্দির) শ্রীশ্রী সবর্বানন্দ ভৈরব গ্রীবা মহাপীঠ রক্ষী পরিচালনা কমিটির পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করেছে। অনুষ্ঠান সূচীর মধ্যে রয়েছে- ৩০ মাঘ ১৪২৪ বাংলা মঙ্গলবার (১৩ ফেব্র“য়ারী) রাত্রি ১১টা ১৯ মিনিট হতে বিশেষ পূজা আরম্ভ, মহাদেবের ¯œান-স্তোত্র পাঠ ও অঞ্জলী প্রদান এবং ১ ফাল্গুন ১৪২৪ বাংলা (১৪ ফেব্র“য়ারী) বুধবার ভোর হতে রাত্রি ১টা ১২মিনিট ৫৩ সেকেন্ড পর্যন্ত, মহাদেবের ¯œান-স্তোত্র পাঠ, পূজা, অঞ্জলী প্রদান ও তৎপর অনুকল্প প্রসাদ বিতরণ। এছাড়া শিব চতুর্দশী উপলক্ষে ১৩, ১৪ ও ১৫ ফেব্র“য়ারী মন্দির সংলগ্ন মাঠে ফাল্গুনী মেলা অনুষ্ঠিত হবে।
এদিকে, দক্ষিণ সুরমার জৈনপুর গ্রামে অবস্থিত একান্ন পীঠস্থানের অন্যতম শ্রীশ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবাপীঠের পীঠরক্ষী শ্রীশ্রী সর্ব্বানন্দ ভৈরব, গোটাটিকর শিববাড়ি মন্দিরে শিব চতুর্দশী উপলক্ষে উল্লেখিত অনুষ্ঠান মালারও আয়োজন করা হয়েছে। সত্য সুন্দরের শ্রীচরণে প্রণতি জানাতে আপনাদের উপস্থিতি কামনা করেছেন শ্রীশ্রী সবর্বানন্দ ভৈরব গ্রীবা মহাপীঠ রক্ষী পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট প্রতাপ চন্দ্র নাথ ও সাধারণ সম্পাদক এডভোকেট বিপ্লব কান্তি দে মাধব।