বরখাস্ত হচ্ছেন বার্সেলোনার কোচ সেতিয়েন

11

স্পোর্টস ডেস্ক :
এমন লজ্জা আর অপমান নিয়ে শেষ কবে মাঠ ছেড়েছিল লিওনেল মেসির বার্সেলোনা, তা অনেকেরই মনে পড়ছে না। তবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল পর্যায়ের ইতিহাসে এত বড় ব্যবধানে হারেনি কোনো দলই। বায়ার্ন মিউনিখের কাছে বার্সেলোনা ৮-২ গোলে বিধ্বস্ত হওয়ার পরে ভেঙে পড়েছেন বার্সার সমর্থকরাও।
স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, মেসিদের হেড কোচ কিকে সেতিয়েনকে বরখাস্ত করা হয়েছে। ম্যাচ শেষের পরে সেতিয়েন নিজেও স্বীকার করে নিয়েছেন বার্সায় তাঁর অধ্যায় শেষ হওয়া কেবল সময়ের অপেক্ষা। আনুষ্ঠানিক ঘোষণাই কেবল বাকি।
চলতি বছরের ১৪ জানুয়ারি আর্নেস্তো ভালভার্দেকে সরিয়ে সেতিয়েনের হাতে তুলে দেওয়া হয়েছিল বার্সার রিমোট কন্ট্রোল। ঠিক সাত মাস বার্সার ডাগ আউটে বসতে পারলেন তিনি। বায়ার্নের কাছে বিধ্বস্ত হওয়ার পরে সেতিয়েনকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে বার্সেলোনা, এমন খবর স্প্যানিশ মিডিয়া জানালেও বার্সার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি।
বার্সেলোনার প্রেসিডেন্ট বার্তোমিউ জানিয়েছেন, ‘ক্লাব ম্যানেজমেন্ট ইতিমধ্যেই বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে। আগামী সপ্তাহে আনুষ্ঠানিক ঘোষণা হবে। আজকের দিনটা ক্লাবের সমর্থকদের কাছে ক্ষমা চাওয়ার দিন।’
বার্সার কাছে হারের পরে সংবাদ সম্মেলনে আসেননি অধিনায়ক লিওনেল মেসি। তাঁর জায়গায় সংবাদ সম্মেলনে আসেন জেরার্ড পিকে। বার্সার দীর্ঘদেহী ডিফেন্ডার বলেছেন, নতুনদের জন্য যদি জায়গা ছাড়তে হয়, তাহলে তিনি সবার আগে ক্লাব ছাড়বেন।
সেতিয়েন বলেছেন, ‘এটা অত্যন্ত যন্ত্রণার হার।’ তাঁর ভবিষ্যৎ নিয়ে উড়ে আসে প্রশ্ন। সেতিয়েন জবাবে বলেছেন, ‘আমার থাকা না থাকার কথা বলার সময় এটা নয়। এটা আমার ওপর নির্ভরও করছে না। আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নই। সমর্থকদের কথা ভেবে আমার খারাপ লাগছে।’
সবার সামনে কিছু না বললেও সেতিয়েন নিজের দেওয়াললিখন পড়ে ফেলেছেন ইতিমধ্যেই। তাঁকে সরতেই হবে। তাঁর সময়ে বার্সা লা লিগা জিততে পারেনি। এ বার চ্যাম্পিয়ন্স লিগ থেকেও খালি হাতে ফিরতে হল। এ বছর ক্লাবের ক্যাবিনেটে ঢুকল না কোনও ট্রফি।