বিজিবি কর্তৃক নৌকা আটকের প্রতিবাদে সিলেট-তামাবিল সড়ক অবরোধ

4

জৈন্তাপুর থেকে সংবাদদাতা :
জৈন্তাপুর উপজেলায় বিজিবি কর্তৃক তিনটি নৌকা আটকের প্রতিবাদে সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। নৌকা মালিক ও শ্রমিকরা মিলে সিলেট-তামাবিল সড়ক রবিবার বিকাল ৩টা থেকে ৫টা অবধি অবরোধ করে রাখেন। পরে পুলিশ ও স্থানীয় মুরব্বিদের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।
জানা গেছে, জৈন্তাপুর উপজেলার সারি নদীর লালাখাল খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে ১৯ বিজিবি’র লালাখাল ক্যাম্পের জোয়ানরা রবিবার সকাল ৯টার দিকে তিনটি নৌকা আটক করেন। তবে ঠিক কী কারণে নৌকাগুলো আটক করা হয়, এ বিষয়ে বিজিবির কাছ থেকে বক্তব্য পাওয়া যায়নি।
নৌকা শ্রমিকরা অভিযোগ করেন, তাদের কয়েকজন শ্রমিককে মারধর করা হয়েছে।
নৌকা আটকের প্রতিবাদে নৌকা মালিক ও শ্রমিকরা মিলে সিলেট-তামাবিল মহাসড়কের ফেরিঘাট এলাকায় বিকাল ৩টা থেকে অবরোধ করেন। খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার সেকেন্ড ইন কমান্ড তপন কান্তি, এসআই প্রদীপ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের শান্ত করেন। পরে পুলিশ ও স্থানীয় মুরব্বিদের আশ্বাসে বিকাল ৫টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।
সড়ক অবরোধের ফলে চরম ভোগান্তি পোহান সাধারণ যাত্রীরা। সড়কের উভয় দিকে আটকা পড়ে শত শত যানবাহন।
লালাখালের নৌকা শ্রমিক সমিতির সভাপতি আমির আলী বিজিবির সদস্যদের বিরুদ্ধে বালুবাহী ও পাথরবাহী নৌকা থেকে ‘চাঁদা উত্তোলনের’ অভিযোগ করেছেন।
তিনি বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নিজেদের পারফরম্যান্স দেখাতে দিনেদুপুরে ঘাটে বাঁধা নৌকা আটক করা হয়।’
এ ব্যপারে বিজিবির লালাখাল ক্যাম্প কমান্ডারকে ফোন করা হলে তিনি এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।