স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার আরো ২২ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। রবিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তারা শনাক্ত হন।
বিষয়টি নিশ্চিত করেছেন জিইবি বিভাগের প্রভাষক জি এম নুরনবী আজাদ জুয়েল।
তিনি জানান, শাবির ল্যাবে রবিবার (৯ আগস্ট) ৯৪টি নমুনা পরীক্ষায় ২২ জন ব্যক্তি করোনাক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।
আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ জেলার ১৭ জন ও হবিগঞ্জ জেলার ৫ জন রয়েছেন।
এ নিয়ে সিলেটজুড়ে করোনাক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৬০৪ জন।
তন্মধ্যে সিলেট জেলার ৪৬২৫ জন, সুনামগঞ্জের ১৬১৮ জন, মৌলভীবাজার জেলার ১০৯৯ জন ও হবিগঞ্জের ১২৬২ জন রয়েছেন।