অবৈধভাবে মোটরসাইকেলে যাত্রী পরিবহন বন্ধের দাবী

23
দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরে অবৈধভাবে চলছে মোটরসাইকেল দিয়ে যাত্রী পরিবহন।

অবৈধভাবে মোটর সাইকেল দিয়ে যাত্রী পরিবহন বন্ধের দাবি জানিয়েছেন সিএনজি চালিত অটোরিক্স শ্রমিক ইউনিয়ন রেজি নং- ৭০৭ এর নেতৃবৃন্দ। ৫ আগষ্ট সিলেট জেলা সিএনজি চালিক অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি বরাবরে এ সংক্রান্ত একটি অভিযোগ দাখিল করেন সংগঠনের হুমায়ুন রশীদ চত্বর উপ-পরিষদের সভাপতি মো. মানিক মিয়া। এতে তিনি উল্লেখ করেন ইদানীং দক্ষিণসুরমার হুমায়ুন রশীদ চত্বর সহ বিভিন্ন স্থানে অবৈধভাবে মোটর সাইকেল দিয়ে যাত্রী পরিবহন বেড়ে গেছে। উবার, শেয়ারী ও পাঠাও প্রভুতি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে মোটর সাইকেল দিয়ে যাত্রী পরিবহন করে যাচ্ছেন কিছু সংখ্যাক নাম পরিচয়হীন ব্যক্তি। তাদের সম্পর্কে শেয়ারী, পাঠাও এবং উবার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে এসব প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয় তারা তাদের প্রতিষ্ঠানের কোন নিয়োগপ্রাপ্ত নয়। এদের সঙ্গে তাদের প্রতিষ্ঠানের কোন সম্পর্ক নেই। তারা জানান তাদের নিয়োগপ্রাপ্তরা রাস্তা থেকে যাত্রী বহন করে না এবং রাস্তায় দাঁড়ায় না। তারা নিরাপদ স্থান থেকে মোবাইল ফোনে যাত্রী সংগ্রহ করে। কিন্তু অবৈধ ও নাম পরিচয় বিহীন মোটর সাইকেল চালকরা অটোরিক্সা শ্রমিকদের সাথে দাপট দেখিয়ে যাত্রী পরিবহন করে থাকে। তাদের বিরুদ্ধে কথা বললে তারা অশ্লীল ভাষায় গালি গালাজ করে। এসব চক্রের সাথে ছিনতাইকারী ও পকেটমার সহ অপরাধীদের সম্পৃক্ততা রয়েছে। এমনকি এসব বাইকের মাধ্যমে নানা অপরাধ কর্মকান্ড ঘটে থাকে। তিনি জনগণের নিরাপত্তার স্বার্থে এ রকম অনুমোদনহীন কর্মকান্ডের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। বিজ্ঞপ্তি