জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে বন্যায় তলিয়ে গেছে অসংখ্য মৎস্য খামার। ক্ষতিগ্রস্ত হয়েছেন মৎস্য খামারিগণ। চোখের সামনে বন্যার পানিতে খামার তলিয়ে যাওয়া দেখে অনেক গরীব খামারীরা কান্নায় ভেঙে পড়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, গত প্রায় এক মাসের মধ্যে জগন্নাথপুরে একের পর এক তিন বার বন্যা হয়েছে। প্রথমে নিজেদের মৎস্য খামার রক্ষা করতে খামারীরা অনেক চেষ্টা করেছেন। তাতেও শেষ রক্ষা হয়নি। অবশেষে অতিরিক্ত পানি হওয়ায় নিজ চোখের সামনে খামার তলিয়ে বেরিয়ে যায় সকল মাছ। এ সময় বন্যায় কবলিত পানিবন্দি মানুষ কোন রকমে বেঁচে থাকলেও রক্ষা করা সম্ভব হয়নি মৎস্য খামারগুলো। উপজেলার বিভিন্ন স্থানে অসংখ্য খামার তলিয়ে গেছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। এর মধ্যে জগন্নাথপুর পৌর এলাকার হাবিবনগর গ্রামের পান দোকানী ও খামারী আবদুল আলীর ৩টি মৎস্য খামার বন্যার পানিতে তলিয়ে যায়। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত খামারী আবদুল আলী জানিয়েছেন। তাই ক্ষতিগ্রস্ত খামারীরা সরকারি সহায়তা কামনা করেছেন।