লেবাননের রকেট বৃষ্টি ইসরায়েলে

1

কাজির বাজার ডেস্ক

দুঃসংবাদ যেন পিছুই ছাড়ছে না ইহুদি সংখ্যাগরিষ্ঠ দেশ ইসরায়েলের। ইরানের মুহুর্মুহু মিসাইল হামলার রেশ কাটতে না কাটতেই এবার লেবানন থেকে বৃষ্টির মতো রকেট ছোড়া হলো উত্তর ইসরায়েলে। এতে বেশ কয়েকজন হতাহতের আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, বুধবার সকালে লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে নিক্ষেপ করা হয় ৫০টি রকেট। গালিলির উঁচু এবং পশ্চিমাঞ্চলের শহরগুলোয় বেজে ওঠে সাইরেন।
এর আগে মঙ্গলবার রাতে ইসরায়েলি গুপ্তহত্যার পাল্টা জবাব হিসেবে দেশটিতে ১৮০ টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এর কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে নেতানিয়াহু প্রশাসন। এরইমধ্যে লেবানন থেকেও ছোড়া হলো ৫০টি রকেট।
এদিকে লেবাননে স্থল হামলা শুরুর পর ইসরায়েলের পদাতিক বাহিনী প্রথমবারের মতো মুখোমুখি প্রতিরোধের সম্মুখীন হয়েছে। বুধবার ভোরে ওদাইসেহ শহরে অনুপ্রবেশ করার চেষ্টাকালে লেবাননের যোদ্ধারা তাদের গতিরোধ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে ব্যাপক যুদ্ধ চলছে।
এ ব্যাপারে একটি সংবাদ বিজ্ঞপ্তি আলজাজিরার কাছে পাঠিয়েছে হিজবুল্লাহ। অঞ্চলটিতে থাকা সাংবাদিকরাও যুদ্ধের আঁচ পাচ্ছেন। হিজবুল্লাহ দাবি করেছে, এখন পর্যন্ত লড়াইয়ে তারা সুবিধাজনক অবস্থানে থেকে জয়ের পথে। ইসরায়েলি পদাতিক বাহিনী বাধ্য হয়েছে পিছু হটতে এবং তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে।
অসমর্থিত সূত্রের বরাতে আলজাজিরার সাংবাদিকরা জানিয়েছেন, আহতদের হেলিকপ্টারে করে যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নিচ্ছে ইসরায়েল। তাদের উত্তর ইসরায়েলের সামরিক ঘাঁটিতে একে একে স্থানান্তর করা হচ্ছে। সেখানে অন্তত ২০টি অ্যাম্বুলেন্সের অবস্থান এবং অন্যান্য কর্মযজ্ঞ বড় ক্ষয়ক্ষতির ইঙ্গিত জোরালো করছে। তবে হতাহতদের সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। ওদাইসেহ শহরে যুদ্ধের মাত্রা এতই ভয়ংকর পর্যায়ে পৌঁছেছে, তার আশপাশের এলাকা থেকে সংবাদ সংগ্রহ করাও অসম্ভব।