কাজিরবাজার ডেস্ক :
ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত ১৩২ জন নিহত এবং অনেকে নিখোঁজ রয়েছেন। এছাড়া বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দেশটির বিপর্যয় ঝুঁকি মোকাবিলা কর্তৃপক্ষ।
বিপর্যয় ঝুঁকি মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত বন্যা ও ভূমিধসে ১৩২ জনের প্রাণহানি হয়েছে এবং আহত হয়েছেন ১২৮ জন। এছাড়া ৫৩ জন নিখোঁজ এবং ৯৯৮টি পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে।
সম্প্রতি দেশটির একদল গবেষক জানিয়েছেন ভবিষ্যতে ভূমিকম্পের সমস্যায় পড়তে পারে নেপাল। হিমালয়ের এই ভূমিকম্পের ফলে দেশটির ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে।