এলো ঈদুল আযহা

14

মোঃ হাসু কবির

আবার এলো ঈদুল আযহা
একটি বছর পরে
খুশির আমেজ আগের মতো
নেই তো কারো ঘরে।

কোভিড উনিশ দেশ’টা জুড়ে
কামাই রুজি কম
জীবন সচল রাখতে সবার
বাহির হচ্ছে দম।

নীল কোভিডের ভয়াল থাবায়
মানুষ মরছে রোজ
প্রাণ বাঁচাতে সবাই ব্যস্ত
নেয় না কারো খোঁজ।

প্রতি বছর কোরবানি যে
দিতো ঘটা করে
তার স্বপ্নটাও লণ্ডভণ্ড
বিষ কোভিডের ঝড়ে।

এবার ঈদে অনাহারে
কাটবে কারো দিন
কষ্ট ভয় সব ঘুচবে যদি
কোভিড হয় রে ক্ষীণ।