কানাইঘাট থেকে সংবাদদাতা :
সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সকল পরিবহন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের নিয়ে এক মতবিনিময় সভা গতকাল বুধবার দুপুর ১২টায় উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়। নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সভাপতিত্বে উক্ত সচেতনতা মূলক সভায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে যানবাহনের চালক ও আমাদের সভার করণীয় কী তার উপর বক্তব্য রাখেন কানাইঘাট থানার ওসি (তদন্ত) মোঃ নুনু মিয়া, ট্রাফিক পুলিশের সার্জেন্ট উজ্জল রায়, এটিএসআই দীপংকর পাল, নিরাপদ সড়ক চাই(নিসচা)কানাইঘাট শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিন, পরিবহন শ্রমিক সংগঠনগুলোর নেতৃবৃন্দের মধ্যে শ্রমিক নেতা ফিরুজ মিয়া, জসিম উদ্দিন, শরিফ উদ্দিন, কামাল উদ্দিন, জাকারিয়া, বাধল কান্তি দাস, আতাউর রহমান, জামাল উদ্দিন, মুসলিম উদ্দিন, ইজ্জাদুর রহমান, আলমগীর কবির, আশিক উদ্দিন, আশরাফ, রাম প্রসাদ রায়, তখলিছ উদ্দিন প্রমুখ। সভাপতির বক্তব্যে নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা বলেন, সরকার নিরাপদ সড়ক নিশ্চিত করতে বদ্ধ পরিকর। সেই লক্ষ্যে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে দেশ ব্যাপী সচেতনতা তৈরি করার লক্ষ্যে ইতিমধ্যে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন আগে আমাদের সবাইকে নিরাপদ ও সচেতন মানুষ হতে হবে। তাহলে আমরা সড়ক দুর্ঘটনা অনেক ক্ষেত্রে কমিয়ে আনতে পারবো। তিনি যানবাহন চালকদের ট্রাফিক আইন মেনে গাড়ি চালানো, চলন্ত অবস্থায় ফোনে কথা না বলা, দ্রুত গতিতে গাড়ি না চালানো, ওভারটেক না করার পাশাপাশি গাড়ির কাগজ পত্র ও ড্রাইভিং লাইসেন্স সাথে রাখার আহ্বান জানান। কানাইঘাটের সকল পরিবহন স্ট্যান্ড ও হাট-বাজার এলাকায় যানজট নিরসনে পরিবহন চালকদের নির্দেশ দিয়ে বলেন জনসাধারণের যাতায়াতে প্রতিবন্ধকতা আপনাদের বন্ধ করতে হবে। সুশৃংখলভাবে গাড়ি স্ট্যান্ডে রাখতে হবে, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক ও জনসাধারণ কে সচেতন করতে হবে। এখন থেকে পরিবহন চালকরা সমস্থ নিয়ম-কানুন মেনে গাড়ি না চালালে এবং স্ট্যান্ড এলাকায় যানজট নিরসনে নিজস্ব স্বেচ্ছাসেবক দল গঠন না করলে কঠোর ভাবে আইন প্রয়োগ করা হবে। সভায় পরিবহন চালকরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে নির্বাহী কর্মকর্তা তা নিরসনে ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।