মোহাম্মাদ আসিফউদ্দীল্লাহ
আজ বর্ষা ও বানের পানিতে
ভাসছে আমাদের প্রিয় সোনার বাংলাদেশ,
ক্ষতিগ্রস্ত ও বন্যার্ত মানুষের
অভাব অনটন দু:খ দূর্দশার নেই যে শেষ ।
ডুবছে আজকে সব বাড়ি ঘর
গরু-বাছুর,থালাবাটি,বিছানা,আসবাবপত্র
অসহায় শিশুরা সব অভুক্ত
মানুষের জীবনের অচল অবস্থা যত্র তত্র।
ঔযে ঐখানেই আমার বাড়ি
বন্যার পানিতে তার সবকিছু গিয়েছে ভেসে,
মন মানে না থাকতে পারিনা
মনে বড়ই কষ্ট তাই ফিরে দেখি আমি এসে ।
কত’যে দূর্বিসহ জীবন আজ
সব ডুবে গেছে হায় কিছুযে নাই বাকী আর,
ভেলার উপরেই রান্না চলছে
যদি জুটাতে পারে একবেলার জন্য খাবার ।
কত মানুষ মরেছে জলে ডুবে
কত মানুষ কত দিন আজ বাড়ি ঘর ছাড়া,
যেথায় সেথায় আনাচে কানাচে,
ঘুরে ফিরে কাটে অনাহারে বসে নিদ্রা হারা ।
কোন থাকারই জায়গা নেই
নেই ঘুমানোরও বন্দোবস্ত রাস্তায় বাঁধে ঘর,
অনাহারে অনিদ্রায় কাটছে
পথে ঘাটে জঙ্গলে বিসর্জন দিয়ে ভয় ডর ।
বাঁধ গ্রাম পাড়া শহর বন্দর
মাদ্রাসা স্কুল কলেজ দোকান হাট বাজার,
আরও কত মাঠ ঘাট ফসল
অনবরত বন্যার পানিতে হয়েছে একাকার ।
অযাচিত মানবেতর জীবনে
মানুষেরা আজ পরিবার নিয়ে বানে ভাসে,
তোমাদের সাহায্যের হাতদুটি
বাড়িয়ে একটিবার দাঁড়াও আসি শুধু পাশে।